কিংস্টলে ক্লাব পয়েন্ট যুক্ত আছে এমন যে কোন একটি পণ্য বা সেবা অর্ডার করলে আপনি কিছু ক্লাব পয়েন্ট পেয়ে যাবেন। ক্লাব পয়েন্ট এর মান ধরা হয়েছে ১ পয়েন্ট = ১ টাকা। আপনার অর্ডার করা পণ্য বা সেবাটি যখন PAID স্ট্যাটাস হয়ে যাবে তখনই আপনার অ্যাকাউন্টের $EARN POINTS অপশনে CLUB POINTS অটোমেটিক যোগ হয়ে যাবে। তারপর
$EARN POINTS
অপশনে গিয়ে আপনি চাইলে এক ক্লিক করেই পয়েন্ট থেকে টাকা তে কনভার্ট করে নিতে পারবেন। এখন কনভার্ট করার টাকা গুলো আপনার অ্যাকাউন্টের $MY WALLET অপশনে গিয়ে পেয়ে যাবেন। ফাইনালি আপনি এই টাকাগুলো বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক একাউন্টের মাধ্যমে Withdraw বা উত্তোলন করে নিতে পারবেন। কিভাবে কিংস্টল থেকে টাকা তুলবেন সে সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন। এবং কনভার্ট করা টাকা দিয়ে আপনি চাইলে কিংস্টলে শপিং বা পণ্য ক্রয় করতে পারবেন। $WALLET BALANCE বা কনভার্ট করা টাকা দিয়ে কিভাবে শপিং বা পণ্য ক্রয় করবেন সে সর্ম্পকে জানতে এখানে ক্লিক করুন। সবশেষে বলা যায়, একজন সাধারন কাস্টমার $EARN POINTS কে ক্যাশব্যাক হিসেবে ধরে নিতে পারেন এবং একজন রিসেলার ইনকাম হিসেবে ধরে নিতে পারেন।